আহলে বায়েতের আগে যাওয়ার চেষ্টাও করো না

রাসুল (সাঃ) নির্দেশ দিয়েছেন যে ,
" আমার আহলে বায়েতের (আঃ) আগে যাওয়ার চেষ্টা করবে না তাহলে ধ্বংস হয়ে যাবে । তাঁদের থেকে সরে যেও না তাহলে দুঃখ কষ্ট তোমাদের চিরসাথী হয়ে যাবে । তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে না তাঁরা তোমাদের থেকে বেশী জ্ঞানী " ।

সূত্র - তাফসীরে দুররে মানসুর , খন্ড -২ পৃষ্ঠা- ৬০ /
উসুদুল ঘাবা , খন্ড - ৩ , পৃ- ১৩৭ /
সাওয়ায়েকা মোহরেকা , পৃ- ১৪৮ /
ইয়া নাবিউল মূয়াদ্দাত, পৃ- ৩৫৫ /
কানজুল উম্মাল খন্ড-১ পৃষ্ঠা -১৬৮ /
মাজমাউজ জাওয়ারেদ খন্ড -৯ পৃষ্ঠা-২১৭ /
তাবাকাতুল আনোয়ার , খন্ড - ১ , পৃ- ১৮৪ /
আল সিরহা আল হালবিয়া , খন্ড - ৩ , পৃ- ২৭৩ /
আল তাবরানি , পৃ- ৩৪২ /
মারেফাত ইমামত ও বেলায়েত , পৃ- ৭৪ ।

ইয়া সাহেবুজ্জামান (আঃ) আদরিকনী আদরিকনী ,
আল্লাহুমা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম ,
আল্লাহুম্মাল আন কাতালাহ আমিরিল মুমিনিন (আঃ) ।


Subscribe Our Youtube Channel

Disqus Comments